আজ থেকে নিজের লোকসভা কেন্দ্রে এক মাসব্যাপী স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ‘কর্মযজ্ঞ’ শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে তিনি আজ আমতলার ‘সমন্বয়’ প্রেক্ষাগৃহে একটি চিকিৎসক সম্মেলনে (ডক্টর্স সামিট) যোগ দেবেন। সেখানে ১২০০-রও বেশি চিকিৎসকের অংশ নেওয়ার কথা। থাকবেন জুনিয়র ডাক্তারেরাও। আরজি কর-কাণ্ডের পর অভিষেকের এই কর্মসূচি চিকিৎসকদের সঙ্গে নতুন করে ‘সেতুবন্ধন’ বা ‘সেতু মেরামতি’র প্রয়াস বলে মনে করছেন অনেকে। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকায় গোটা জানুয়ারি মাস জুড়ে স্বাস্থ্যশিবির হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে স্বাস্থ্যশিবির করার পরিকল্পনা হয়েছে। সেই কারণেই এই বিশেষ সম্মেলন।
বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের আইনি অধিকার অক্ষুণ্ণ রাখতে কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সে দেশের ইসকন গতকাল তাদের আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে জানিয়েছে, ওই সন্ন্যাসীকে সংস্থা বহিষ্কার করলেও তাঁর অধিকার এবং সে দেশে মন্দির রক্ষায় তাঁর ভূমিকাকে সমর্থন করে। বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে সে দেশের সংখ্যালঘুরা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তবে সন্ন্যাসী এখনও কারান্তরালে। আজ নজর থাকবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার গতিপ্রকৃতির দিকে।
আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও খানিকটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ থেকে দক্ষিণের তিনটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের শুরুর দিকে আবার পারদ নামতে পারে। সাগরে নিম্নচাপের প্রভাব কেটে গেলে নতুন করে তাপমাত্রা কমবে।
কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচিতে আজ অংশ নেবেন ফিরহাদ হাকিম। প্রায় প্রতি শনিবার এই কর্মসূচি করে থাকেন তিনি। সেখানে কলকাতার বাসিন্দারা নিজেদের নানান অভাব-অভিযোগ, সমস্যা নিয়ে ফোন করে সরাসরি ফিরহাদের সঙ্গে কথা বলেন। যদি তা সমাধানযোগ্য হয় তবে মেয়র তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আধিকারিকদের। আজ এই খবরে নজর থাকবে।