• বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ঘরছাড়া মা, চরম পদক্ষেপ নিল একাদশ শ্রেণির ছাত্রী
    ২৪ ঘন্টা | ০১ ডিসেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামী-সন্তান ফেলে অন্যত্র সংসার পেতেছে মা। আচমকা ঘটে যাওয়া ওই ঘটনায় আর নিজের নার্ভ ঠিক রাখতে পারেনি গৃহবধূর একাদশ শ্রেণির পড়ুয়া মেয়ে। সমাজে কীভাবে মুখ দেখাবে সেই আতঙ্কে কুঁকড়ে থাকত ওই ছাত্রী। শেষমেষ আত্মহ্যার পথ বেছে নিল নদিয়ার শান্তিপুরের কিশোরী। এমনটাই তার পরিবার সূত্রে মনে করা হচ্ছে।

    শান্তিপুরের ওই ছাত্রীর নাম অর্পিতা মজুমদার। বাবা-মাকে নিয়ে তার ছিল সুখের সংসার। ইতিমধ্য়েই বাবা বিপুল রায় ও মা রুপা মজুমদার তাদের বিবাহিত জীবনের ১৯ বছর পার করে ফেলেছেন। সম্প্রতি ওই গৃহবধূ স্বাবলম্বী হওয়ার জন্য কাজ শুরু করেন। এরপরই তার সঙ্গে বনগাঁর এক ব্যক্তির পরিচয় হয়। অভিযোগ তিনি ওই ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

    এদিকে, গত এপ্রিল মাসে বনগাঁর ওই ব্যক্তির সঙ্গে চলে চলে যান। মৃতের পরিবারের দাবি, ও ঘটনার পরই মানসিকভাবে ভেঙ্গে পড়ে অর্পিতা। কিন্তু শেষপর্যন্ত আত্মঘাতী হয় অর্পিতা।

    এদিকে, রূপা মজুমদার মেয়ের মৃত্য়ুর কথা জানেন কিনা তা জানা যায়নি। পরিবারের কাছেও খবর নেই তিনি বর্তমানে কোথায় রয়েছেন। তবে এক আত্মীয়র মাধ্যমে রূপাকে তার মেয়ের মৃত্যুর খরব পাঠানো হয়েছে।  

  • Link to this news (২৪ ঘন্টা)