সংবাদদাতা বেলদা: হাতি দেখতে গিয়ে হামলায় মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কেশিয়াড়ি থানার হাতিগেড়িয়া এলাকায়। মৃত কিশোরের নাম দেবপ্রিয় মাহাত(১৪)। তার বাড়ি কেশিয়াড়ি থানার বড় পারুয়া এলাকায়। মৃতদেহটি উদ্ধার করেছে বনদপ্তর। জানা গিয়েছে শুক্রবার ৭০টি হাতির একটি দল সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়াড়িতে প্রবেশ করে। সারাদিন ওই হাতির দলটিকে নাপো সংলগ্ন এলাকায় জঙ্গলে আটকে রাখে বনকর্মীরা। পরে কলাইকুণ্ডার দিকে নিয়ে যেতে গেলে হাতির দলটি সেদিকে না গিয়ে হাতিগেড়িয়ার জঙ্গলে প্রবেশ করে। শনিবার দিনভর ওই জঙ্গলে হাতি দেখতে ভিড় করেন কয়েক হাজার মানুষ। বনদপ্তরের পক্ষ থেকে বারবার মাইকিং করে সতর্ক করা হলেও শুনছে না অতি উৎসাহী মানুষজন। একটি দাঁতাল হাতির আক্রমণে মুখে পড়ে ওই কিশোর। পালাতে গিয়ে পড়ে গেলে তাকে শুঁড়ে তুলে আছড়ে মারে দাঁতাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর হুলা পার্টি নিয়ে গিয়ে হাতি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে বনদপ্তর ও পুলিস। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ডি এফ ও(খড়্গপুর) মনীশ যাদব বলেন ৭০টি হাতির যে দলটি শুক্রবার কেশিয়াড়িতে এসেছিল বর্তমানে সেটি জঙ্গলে অবস্থান করছে।