নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের তিরোল এলাকায় অজানা জন্তুর আতঙ্ক ছড়িয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে এক অজানা জন্তুর ছবি ধরা পড়ায় আতঙ্ক আরও বেড়েছে। প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান বাসিন্দারা। বনদপ্তর বাসিন্দাদের দাবি মতো একটি খাঁচা পেতেছে। খাঁচায় রাখা হয়েছে টোপ। আরামবাগের রেঞ্জার আশরাফুল মণ্ডল বলেন, স্থানীয় বাসিন্দারা অজানা জন্তুর আশঙ্কা করেছেন। সেই খবর পেয়ে আমাদের কর্মীরা এলাকায় যান। কিন্তু, কিছু পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজে কিছু বোঝা যায়নি। আপাতত খাঁচা পেতে রাখা হয়েছে। আমরা নজরদারি চালাচ্ছি। -নিজস্ব চিত্র