• পূর্ব বর্ধমানে মহিলা তৃণমূলের মিছিল
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান এবং সংবাদদাতা, কালনা: অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে শনিবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিল করেন। জামালপুর, কালনা-১ ও পূর্বস্থলী-১ ব্লকে তাঁরা পথে নামেন। মহিলাদের উৎসাহ দিতে হাজির ছিলেন বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কালনা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য ছন্দা সিংহ রায়, জেলা পরিষদের সদস্য আরতি খান প্রমুখ। কালনার হাটকালনা অঞ্চলের পক্ষ থেকেও মহিলা তৃণমূল কর্মীদের মিছিল অনুষ্ঠিত হয়। 


    স্বপনবাবু বলেন, মুখ্যমন্ত্রী নারীদের প্রতি অত্যাচারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অপরাজিতা বিল এনেছেন। সেই বিল আইনে বলবৎ করার দাবিতে আজ তৃণমূলের মহিলা কর্মীরা রাস্তায় নেমেছে। আমাদের মুখ্যমন্ত্রী মেয়েদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। মেয়েদের শিক্ষা ক্ষেত্রে স্কলারশিপ থেকে কন্যাশ্রী, রুপশ্রী সহ মহিলাদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প এনেছেন। আজ দেশের অন্যান্য রাজ্য লক্ষ্মীরভাণ্ডারের অনুকরণ করছে। গ্রামীণ মহিলারা কর্মসংস্থানের লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আর্থিক সহায়তা পাচ্ছেন।   
  • Link to this news (বর্তমান)