• গভীর রাত পর্যন্ত ডিজে বাজিয়ে বিসর্জন, সমস্যায় পরীক্ষার্থীরা
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে গভীর রাত পর্যন্ত ডিজে বাজিয়ে ভৈরব পুজোর বিসর্জনের শোভাযাত্রা করছে পুজো উদ্যোক্তারা। বিভিন্ন স্কুলে টেস্ট ও বার্ষিক পরীক্ষা চলছে। ডিজের তাণ্ডবে রীতিমতো বিরক্ত সাধারণ মানুষ। পরীক্ষার্থীরাও ব্যাপক সমস্যায় পড়েছেন। ভৈরব পুজোর পর দু’সপ্তাহ কেটে গেলেও এখনও শেষ হয়নি নিরঞ্জন। শুক্রবার রাতেও খাগড়া এলাকায় ডিজে বাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। রাত ১১টা নাগাদ তীব্র আওয়াজে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের কথা জানান। তাঁদের অভিযোগ, ডিজে নিষিদ্ধ থাকলেও এইসব শোভাযাত্রায় পুলিস নিষ্ক্রিয়। এমনকী রাতদুপুরে পুলিস পাহারা দিয়ে শোভাযাত্রা ভাগীরথীর ঘাটের দিকে নিয়ে যাচ্ছে। 


    বহরমপুরে ঘটা করে ভৈরব পুজোর আয়োজন করা হয়। শহরের অলিগলিয়ে বিভিন্ন পুজো উদ্যোক্তারা নানা নামের পুজোর আয়োজন করে। গত ১৬ নভেম্বর বিকেল থেকেই শহরজুড়ে ঐতিহ্যবাহী ভৈরব আরাধনা শুরু হয়। কোথাও বোল্ডার বাবা, সাঁকো বাবা, প্রেম বাবা, আবার কোথাও হঠাৎ বাবা, চটা বাবা, পেঁপে বাবা, আতা বাবা, গলি বাবা নামে পূজিত হয়েছে ভৈরব। তবে সবচেয়ে বেশি উন্মাদনা ভৈরবতলার বড় ভৈরবের পুজো এবং সৈদাবাদ নিমতলার নিমবাবার পুজো ঘিরে। এই পুজো দু’টির মাহাত্ম্য সবচেয়ে বেশি থাকে। গত রবিবার এই দুই বিশাল আকার ভৈরবের বিসর্জন হয়েছে ভাগীরথীর ঘাটে। তারপর আরও এক সপ্তাহ কেটে গেলে এখনও সব ভৈরবের বিসর্জন হয়নি। প্রায়দিনই পুজোর বিসর্জনের জন্য শোভাযাত্রা বের করছেন উদ্যোক্তারা। 


    নতুনবাজার এলাকার এক বাসিন্দা বলেন, রাত ১১ টার সময় তীব্র আওয়াজে ডিজে নিয়ে শোভাযাত্রা করছে। বাড়িতে ছেলের পরীক্ষা চলছে। রাস্তার ধারে বাড়ি। কান পাতা দায় হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারি না, টার্গেট হয়ে যেতে হবে। নতুন বাজারের এক ব্যবসায়ী বলেন, শুক্র, শনিবার ও রবিবারে পুজো উদ্যোক্তারা ডিজে এবং আলো নিয়ে রাস্তায় শোভাযাত্রা বের করছেন। 


    গত সপ্তাহে রবিবারে বহরমপুরের দুই বিখ্যাত ভৈরবের বিসর্জন হয়েছে। তারপরও বেশকিছু পুজো উদ্যোক্তা ঠাকুর বিসর্জন দেয়নি। প্রায়দিনই শোভাযাত্রার জেরে ব্যবসারও ক্ষতি হচ্ছে। ডিজের আওয়াজে দোকানে বসা যাচ্ছে না। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, বিসর্জন আদৌ কবে শেষ হবে আমাদের তা জানা নেই। কারণ অধিকাংশ পুজো উদ্যোক্তা অনুমতি ছাড়াই পুজোর আয়োজন করে। সমস্ত ভৈরবের বিসর্জন যাতে দ্রুত হয়ে যায় আমরা সেব্যাপারে তদারকি করছি।  


    (ডিজে বাজিয়ে চলছে ভৈরবের শোভাযাত্রা। বহরমপুরে তোলা ছবি। )
  • Link to this news (বর্তমান)