আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন ২ তৃণমূল প্রধানের
বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, মেদিনীপুর: যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে নজির গড়লেন ডেবরার তৃণমূলের দুই পঞ্চায়েত প্রধান। ব্লক প্রশাসন জানিয়েছে, ডেবরা-১ পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা ভুঁইয়া এবং রাধামোহনপুর-১ পঞ্চায়েতের প্রধান তনুশ্রী মণ্ডল তাঁর স্বামী চন্দন মণ্ডলের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিডিও’র কাছে আবেদন জানিয়েছেন।
বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, ওঁদের নাম তালিকায় ছিল। তাঁরা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্যও। কিন্তু, তাঁরা নিজেরাই নাম বাদ দেওয়ার জন্য আমার কাছে আবেদন করেছেন। তাঁদের এই কাজকে সাধুবাদ জানাই।
তনুশ্রীদেবী বলেন, আমার স্বামীর নামে বাড়ি বরাদ্দ হয়েছে। এলাকায় অনেক গরিব মানুষ আছে, যাঁদের নাম তালিকায় নেই। তাঁরা প্রতিদিন আমার কাছে আসছেন। তাঁদের বাড়ি পাওয়া খুবই দরকার। আমাদের তবু থাকার মতো একটা বাড়ি আছে। তাই বিবেকের তাড়নায় নাম বাদ দেওয়ার আবেদন করেছি। পূর্ণিমাদেবী বলেন, আমি যখন আবেদন করেছিলাম, তখন প্রধান ছিলাম না। এখন প্রধান হয়েছি। আমার থাকার বাড়ি আছে। এলাকার অনেকের বাড়ি দরকার। তাঁদের তালিকায় নাম নেই। এই পরিস্থিতিতে প্রধান হয়ে বাড়ি নেওয়াটা ঠিক নয় বলে মনে করি। তাই তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছি।
আবার, এই ব্লকেরই সত্যপুর পঞ্চায়েতে ১২টি গ্রামের কোনও বাসিন্দারই তালিকায় নাম নেই। সেখানকার উপপ্রধান বলেন, আমাদের পঞ্চায়েত এলাকায় ৪৭টি গ্রাম আছে। তার মধ্যে তালিকায় ১২টি গ্রামের কারও নামই নেই। কিন্তু, ওই সমস্ত এলাকার প্রায় ৫০০ গরিব মানুষ বাড়ির জন্য আবেদন জানিয়েছিল। নাম না থাকায় তাঁদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি বিডিওকে জানিয়েছি।
বিডিও বলেন, যাঁদের নাম আছে, এখন তাঁদের সার্ভে হচ্ছে। যাঁদের নাম নেই, তাঁদের আবার আবেদন করতে হবে। এরকম বহু আবেদন প্রতিদিন জমা পড়ছে।