সংবাদদাতা, সিউড়ি: বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলটি আইনে পরিণত করার দাবিতে পথে নামল বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা। শনিবার দুপুর ৩টে নাগাদ সিউড়ি তৃণমূল পার্টি অফিস থেকে মহিলাদের নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তৃণমূল নেতৃত্বের দাবি, এই মিছিলে প্রায় হাজার খানেক মহিলা সমর্থক পা মেলান। এছাড়াও সিউড়ি-১ ব্লকের কড়িধ্যাতেও একটি মিছিল হয়। সেখানেও ছিলেন সিউড়ির বিধায়ক।
রামপুরহাট মহকুমাতেও এই একই দাবিতে মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেখানে মিছিলে যোগ দেন বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্ধ্যোপাধ্যায়। ওই মছিলে মহিলা কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিধায়ক বিকাশবাবু বলেন, এই মিছিল জেলাজুড়েই করা হয়েছে। মহিলা ও শিশুদের রক্ষার জন্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিত বিল নিয়ে কেন্দ্রীয় সরকার টালবাহানা করছে। তারই প্রতিবাদ এবং এই বিল লাগু করার দাবিতে মিছিলের আয়োজন করা হয়েছিল।