• মেদিনীপুরে বালি খাদান নিয়ে বৈঠক প্রশাসনের
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শনিবার বালি খাদান নিয়ে বিশেষ বৈঠক করল জেলা প্রশাসন। এই বৈঠকে জেলাশাসক খুরশিদ আলি কাদরি ছাড়াও উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে বেশ কয়েকটি সমস্যার সমাধানের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন জেলাশাসক। জানা গিয়েছে, বলি খাদানগুলিতে কড়া নজদারির নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, অবৈধভাবে বালি তোলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, নদী তীর থেকে বালি তোলার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে ২৩০০টিরও বেশি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। একইসঙ্গে জরিমানা আদায় করেছে প্রশাসন।


    আসন্ন ‘শিল্পের সমাধান কর্মসূচি’ নিয়ে একটি বিশেষ বৈঠক হল। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিস-প্রশাসন, বিভিন্ন দপ্তরের আধিকারিক ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। এই বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিগুলি চেম্বার অব কমার্স ও উদ্যোগপতিদের সামনে তুলে ধরা হয়। জানা গিয়েছে, শিল্পের সমাধান ক্যাম্পগুলিতে উদ্যোগপতিদের বিভিন্ন সুবিধা দেওয়ার পাশাপাশি যেকোনও অভিযোগের ক্ষেত্রে দ্রুত নিষ্পত্তির ব্যাপারে ব্লক প্রশাসন ও পুরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।


    এদিনই ফরেস্ট পাট্টা বিষয়ক জেলাস্তরীয় বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন শালবনী এবং গড়বেতা-২ ব্লকের মোট ১৩০ জন জনজাতির মানুষকে ফরেস্ট পাট্টা দেওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও, বনাঞ্চল এলাকায় বসবাসকারী মানুষজনকে বনপাট্টা দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)