• খেজুরিতে নৌকা নিয়ে আন্দোলনে মৎস্যজীবীরা
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাঁথি: জল-জালের অধিকারের দাবিতে এবার নৌকা নিয়ে আন্দোলনে নেমেছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে দক্ষিণ ২৪পরগণার ফ্রেজারগঞ্জ থেকে মুর্শিদাবাদের ফরাক্কা পর্যন্ত নদী ও সমুদ্রের বুকে নৌ-প্রচার অভিযান শুরু হয়েছে।


    শুক্র ও শনিবার খেজুরির থানাবেড়িয়া, হলদিয়া পুরসভার কুমারচক, রূপনারায়ণচক, সুতাহাটা ব্লকের বেগুনাবেড়িয়া, এড়িয়াখালি এলাকায় মৎস্যজীবীদের নৌ-প্রচার হয়। এই সুসজ্জিত নৌকায় ২০জন মৎস্যজীবী ছিলেন। তাঁরা ‘জল যেখানে, জেলে সেখানে’, ‘জাল যার, জল তার’-এই সমস্ত স্লোগান সামনে রেখে স্থানীয় মৎস্যজীবীদের সচেতন করেন। শেষে মহিষাদল ব্লকের গেঁওখালি এলাকায় র‌্যালি ও সভা হয়।


    দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সভাপতি দেবাশিস শ্যামল বলেন, মৎস্যখটি এলাকায় বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজে বনদপ্তর বাধা দিচ্ছে।  
  • Link to this news (বর্তমান)