নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কেশপুর কলেজে নবীনবরণের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। কলেজের পড়ুয়ারা সমস্ত প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু, তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সেই অনুষ্ঠান ভেস্তে গেল। শনিবার নামমাত্র নবীনবরণ অনুষ্ঠান হলেও মন খারাপ পড়ুয়াদের। তাঁরা জানালেন, নবীনবরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ইচ্ছে করে বন্ধ করা হয়েছে। অনুষ্ঠানের জন্য কার্ড ছাপানো হয়েছিল। কিন্তু, টিএমসিপি’র কোন্দলের জেরে অনুষ্ঠান বন্ধ হয়ে গেল।কলেজের অধ্যক্ষ দীপক ভুঁইয়া বলেন, নবীনবরণ হয়েছে। কিন্তু, অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বের জেরে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছি। কলেজের অন্দরে বেশ কয়েকবছর ধরে কোন্দল চরমে উঠেছে। তাই প্রায় ছ’বছর ধরে নবীনবরণের অনুষ্ঠান লাটে উঠেছে। এখন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দু’টি গোষ্ঠীর মধ্যে চরম বিবাদ। দুই গোষ্ঠীই অনুষ্ঠানের রাশ নিজেদের হাতে রাখতে চাইছে। একপক্ষের অভিযোগ, বিস্তারিত আলোচনা না করেই অনুষ্ঠান ঠিক করা হয়। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কে নেবে? অপরপক্ষের অভিযোগ, কলেজে নানা বেআইনি কাজ হচ্ছে। বিল্ডিং তৈরি নিয়েও নানা অনিয়ম হয়েছে।এক পড়ুয়া বলেন, কলেজের উন্নয়ন বা পড়ুয়াদের ভালোমন্দ নিয়ে নেতাদের কোনও মাথাব্যথা নেই। আসলে কলেজের পড়ুয়াদের সামনে রেখে ক্ষমতা দখলের লড়াই চলছে। এক তৃণমূল নেতা বলেন, কলেজে দুই গোষ্ঠীর ঝামেলার জেরে দলের মুখ পুড়ছে।