• দাসপুরে অগ্নিকাণ্ডে ছাই ২বিঘার ধান
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: খামারে রাখা ধানের গাদায় আগুন লেগে দু’বিঘা জমির ধান ছাই হয়ে গেল। শুক্রবার রাতে দাসপুর থানার সামাটবেড়িয়ায় এ ঘটনা ঘটে। ধানজমির মালিক তুষারকান্তি পাল বলেন, বাড়ির সামনে দু’বিঘা জমির কাটা ধান রাখা ছিল। তার পাশে কিছু খড় ও কাঠ রাখা ছিল। মাঝরাতে ধান, খড় ও কাঠ সবই পুড়ে গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)