সংবাদদাতা, মেদিনীপুর: সবংয়ের তেমাথানির সৌন্দর্যায়ন নিয়ে সবং কলেজে বৈঠক করলেন মন্ত্রী মানস ভুঁইয়া। শনিবারের এই বৈঠকে প্রশাসন, পূর্ত ও সেচ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এই এলাকার উন্নয়নের জন্য উদ্যোগ নিয়েছেন মানসবাবু। সম্প্রতি পূর্ত দপ্তর থেকে সবুজ সংকেতও দেওয়া হয়। এরপরই এদিন জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে সৌন্দর্যায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মানসবাবু এই কাজে স্থানীয়দেরও এগিয়ে আসতে বলেন।