• ক্ষীরপাইয়ে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ধৃত ১
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: প্রতিবেশী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ক্ষীরপাই শহরের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তার নাম শ্যামাপ্রসাদ হালদার। শুক্রবার রাতে পুলিস তাকে গ্রেপ্তার করে। ঘাটালের পকসো স্পেশাল কোর্টের সরকারি আইনজীবী দিলীপ দাস বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে পকসো ৮ ও ৩৫৪ ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার তাকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, শুক্রবার ওই কিশোরী শ্যামাপ্রসাদের বাড়িতে জল আনতে গিয়েছিল। তখন সে মেয়েটির শ্লীলতাহানি করে। ওই কিশোরী বাড়ি ফিরে ঘটনাটি জানায়। তারপরই কিশোরীর পরিবারের তরফে ক্ষীরপাই ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয়।
  • Link to this news (বর্তমান)