• আবাস তালিকায় নাম তুলতে বৃদ্ধার মাটির বাড়িকে নিজের বলে দেখানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীতে বাংলার বাড়ির প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ এল প্রশাসনিক আধিকারিকদের কাছে। বৃদ্ধার মাটির বাড়িকে নিজের হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ওই প্রতিবেশীর পাকাবাড়ি থাকা সত্ত্বেও পাশের বাড়ির মাটিরবাড়ির ছবি তুলতে সার্ভে টিমকে বলা হয়েছে। ঘটনা জানাজানি হতেই কালনা মহকুমা শাসকের দ্বারস্থ হন বৃদ্ধা। এ নিয়ে কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল বলেন, আগে থেকেই ওই পাকাবাড়ির মালিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া আছে। অভিযোগ পাওয়ার পরে আবারও তদন্তের নির্দেশ দিয়েছি। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী-২ ব্লকের মাজিদা পঞ্চায়েতের পশ্চিম আটপাড়া গ্রামের বাসিন্দা আনসুরা বিবি শেখ মিড-ডে মিলের রান্নার কাজ করেন। তিনি তাঁর মাটির বাড়িতেই থাকেন। তাঁর পাকাবাড়ি নেই। তিনি মহকুমা শাসককে তাঁর লিখিত অভিযোগে জানান, কয়েকদিন আগে তিনি রান্নার কাজে গিয়েছিলেন। আর ঠিক তখন প্রতিবেশী ব্যক্তি বাংলার বাড়ির তালিকা সার্ভে করাতে আসা সরকারি কর্মীদের ওই বৃদ্ধার মাটির বাড়িটি নিজের বাড়ি হিসেবে দেখায়। এনিয়ে অভিযুক্ত প্রতিবেশীকে বারবার ফোন ও মেসেজে করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (বর্তমান)