• সরকারি কাউন্টারে উপচে পড়া ভিড়, রোজ বিকচ্ছে ১০০ কুইন্টাল আলু
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মালদহ: বাজারে আলু কিনতে গিয়ে হাত পুড়ছে আম আদমির। খুচরো বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। বিষয়টি নিয়ে এবার সরাসরি হস্তক্ষেপ করল মালদহ জেলা প্রশাসন। সুলভ মূল্যে আলু বিক্রি করতে জেলাজুড়ে খোলা হয়েছে বিশেষ কাউন্টার। এছাড়া সুফল বাংলা বিপণি থেকেও বিক্রি করা হচ্ছে কম দামে। রাজ্য সরকার নির্ধারিত মূল্যে আলু কিনতে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। সামান্য সময়ের মধ্যে সরকারি স্টল থেকে বিক্রি হয়ে যাচ্ছে কুইন্টাল কুইন্টাল আলু। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মালদহের আমজনতা। জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি জানিয়েছে কিছুদিনের মধ্যে পেঁয়াজের দামও কমবে।


    কিছুদিন ধরে মালদহের বিভিন্ন খুচরো বাজারে আলুর দাম অত্যন্ত চড়া। প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে আলু কিনতে গিয়ে মাথায় হাত নিম্ন ও মধ্যবিত্তদের। তাঁদের স্বস্তি দিতে নিয়ন্ত্রিত বাজার সমিতি এবং জেলার বণিক সংগঠন মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সঙ্গে আলোচনা করে প্রশাসন। তারপরেই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, ন্যায্যমূল্যে আলুর জোগান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।


    নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত বরের মন্তব্য, জেলায় ১৮টি স্টলে সুলভ মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। এছাড়াও মালদহ শহর ও চাঁচলে সুফল বাংলা স্টল থেকে পোখরাজ প্রজাতির আলু প্রতি কেজি ২৫ টাকা দামে বিক্রি করছি। জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি সূত্রে জানা গিয়েছে, একেকটি স্টলে রোজ ১০ বস্তা আলু বিক্রি হয়ে যাচ্ছে নিমেষে। অর্থাত্ জেলাজুড়ে সুলভ মূল্যে প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় ১০ টন আলু। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)