অবৈধ কাটিং দিয়ে পারাপারে দুর্ঘটনা, ইটাহারে জখম দুই
বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, ইটাহার: জাতীয় সড়কের ডিভাইডারে অবৈধ কাটিং দিয়ে রাস্তা পার হতে গিয়ে ভুটভুটির ধাক্কায় দু’জন জখম হলেন। শনিবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটে ইটাহারের কোদালভাঙার ১২ নম্বর জাতীয় সড়কে। জখম বাইক চালক এবং খালাসির নাম সোহেল আলি এবং রফিকুল ইসলাম। তাঁদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের নয়াপাড়ায়। পুলিস ও আহতের পরিজনরা জানান, সোহেল ও রফিকুল নতুন মোবাইল কিনবে বলে ইটাহারে আসার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। আসার পথে কোদালভাঙা এলাকায় রায়গঞ্জমুখী একটি ভুটভুটি বাইকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন তাঁরা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে দুজনকে রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিস।