• জলের তোড়ে ভেঙে যাওয়া রাস্তায় কালভার্টের দাবি ছোটপাথারিতে
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হবিবপুর: বর্ষায় জলের তোড়ে ভেঙে যাওয়া রাস্তায় এখনও কালভার্ট বা সেতু হল না। রাস্তা ভাঙা থাকায় ১২ টি গ্রামের সঙ্গে যোগাযোগ ঘুরপথে করতে হচ্ছে চাঁদপুরের ছোটপাথারিবাসীর।


    বর্ষার পরপরই  রাস্তার ভেঙে যাওয়া অংশের ওপর একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছিলেন তাঁরা। প্রায় পাঁচ মাস কেটে গেলেও প্রশাসন কোনও পদক্ষেপ না করায় ক্ষুব্ধ বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে হাড়িয়া নদী সংলগ্ন ছোটপাথারি এলাকার বাসিন্দারা। যদিও এলাকাবাসীর সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর। 


    গ্রামবাসীদের দাবি, প্রতিবছর আত্রেয়ী, পুনর্ভবা ও হাড়িয়া নদীর জল ছোটপাথারি, বটতলী, ভুলকিমারি, বোকাদহ, রাঙামাটি সহ বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে বয়ে যায়। স্থানীয় বাসিন্দা কানাই বিশ্বাসের বক্তব্য, রাস্তার ভেঙে যাওয়া অংশে কালভার্ট তৈরি হলে আত্রেয়ীর জল সহজেই হাড়িয়া নদীতে পড়বে। গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা অনেকটা কমে যাবে। 


    স্থানীয়রা বলছেন, জেলা প্রশাসনের কর্তারা এলাকা পরিদর্শন করে গিয়েছেন। কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়। কিন্তু এখনও পদক্ষেপ নেই। 


    স্থানীয় বাসিন্দা কানাই বলছেন, বন্যা পরিস্থিতির পর জল কমে যেতেই কেটে যাওয়া রাস্তায় অস্থায়ীভাবে মাটি ফেলেছিল সেচদপ্তর। সেই রাস্তা দিয়ে কোনওরকমে চলাচল করছেন বাসিন্দারা। গ্রামে ঢুকছে না বড় গাড়ি। গ্রামে ঢোকার প্রধান রাস্তা বেহাল অবস্থায় থাকায় সমস্যায় পড়েছেন এলাকাবাসী। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)