• তপনে ড্রেনের স্ল্যাব মেরামতের দাবি
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তপন: জনবহুল তপন চৌরঙ্গী মোড়ে দীর্ঘদিন বিপজ্জনকভাবে ভেঙে রয়েছে ড্রেনের স্ল্যাব। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত চৌরঙ্গী মোড়ে। এলাকাবাসীদের অভিযোগ, মাসখানেক আগে পিএইচই জলের পাইপলাইন বসানোর সময় রাস্তার ধারে থাকা ড্রেনের স্ল্যাব তোলা হয়। কাজের পর স্ল্যাব বসাতে গিয়ে ভেঙে যাওয়ায় সেটি এখন বিপজ্জনকভাবে পড়ে রয়েছে। কেউ সেখানে পড়ে গিয়ে গুরুতর আহত হতে পারেন। মাসখানেক একই অবস্থায় থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। এবিষয়ে তপনের বাসিন্দা তথা শিক্ষক অলোক সরকার বলেন, শিশু এবং বড়দের পা ঢুকে বিপদ হতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করুন সেটাই চাই।


    বিষয়টি পিএইচই দপ্তরের অধীন। তারাই ঠিক করবে বলে জানিয়েছেন তপন চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা টুডু। জেলা পিএইচই দপ্তরের আধিকারিক শুভব্রত কর বলেন, স্ল্যাব ঠিক করে দেওয়ার ব্যবস্থা করছি।
  • Link to this news (বর্তমান)