• ঝগড়ার পর বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: শনিবার সকালে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের লতাসি গ্রামে। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।


    পুলিস জানিয়েছে, মৃত মহিলার নাম খালিদা খাতুন(৩০)। তাঁর বাড়ি লতাসিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। স্বামী মহম্মদ আলি তাঁর স্ত্রীকে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে মানা করেন। এমনি ফোনেও কথা বলতে দিচ্ছিলেন না। এই নিয়ে পরিবারে অশান্তি চলছিল। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। ঘণ্টাখানেক পর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। ঘটনার পর থেকে স্বামী পলাতক। 


    হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
  • Link to this news (বর্তমান)