• অমৃতখণ্ডে স্কুলের জায়গা দখলমুক্ত
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: প্রাথমিক স্কুলের জায়গা দখল করে বাড়ি নির্মাণ হয়েছিল। সরকারি সেই জায়গা খালি করল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের দৌল্লা এফপি স্কুলের জন্য বরাদ্দ করা হয়েছিল ওই জায়গা। দখলমুক্ত করে শনিবার সেখানে ব্যানার লাগিয়েছে দপ্তর। দপ্তর সূত্রে খবর, বালুরঘাট-হিলি রেল প্রকল্পের মধ্যে পড়েছে ওই স্কুলটি। সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হওয়ার পর পাশেই একটি জায়গা দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই জায়গা দখল করে কেউ বা কারা টিনের ঘর নির্মাণ করেছিল। বালুরঘাটের বিএলআরও রণেন্দ্রনাথ মণ্ডল বলেন, ওই গ্রামেই সরকারি জায়গায় স্কুলটি স্থানান্তরিত করার সিদ্ধান্ত হয়েছিল। আমরা অভিযান চালিয়ে বরাদ্দ জায়গাটি দখলমুক্ত করেছি। 


    বালুরঘাট উত্তর সার্কেলের এসআই অরিজিৎ ভাদুড়ির কথায়, স্কুলটিতে ৪৭ জন পড়ুয়া ও দু’জন শিক্ষক রয়েছেন। স্কুলটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেইমতো ভূমি দপ্তর জায়গা খালি করেছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)