সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার ভোরে নকশালবাড়ির রথখোলা সংলগ্ন ২ নম্বর এশিয়ান হাইওয়েতে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা আরএকটি লরির। ঘটনাস্থলেই মৃত্যু হল এক চালকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম জিতেন্দ্র যাদব (৪৬)। বাড়ি বিহারে। এদিন পানিট্যাঙ্কিতে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে পড়ে একটি লরি। সেসময় শিলিগুড়ি থেকে পানিট্যাঙ্কিগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে। দাঁড়িয়ে থাকা লরি চালক ছিটকে রাস্তায় পড়ে গেলে অন্য একটি গাড়ির চাকায় পিষ্ট হন তিনি। নকশালবাড়ি থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘাতক লরি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।