সংবাদদাতা, কুমারগ্রাম: ২০২৫ সালের ১২ জানুয়ারি কুমারগ্রাম ব্লকের বারোবিশা হাইস্কুলের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে। এই উপলক্ষ্যে শনিবার স্কুলে একটি প্রস্তুতি সভা হল। পরিচালন সমিতির সভাপতি মুকুল তরফদার, প্রধান শিক্ষক বিমলকুমার বসুমাতা ছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রী, এলাকার ক্লাব-সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় শিক্ষানুরাগীরা সভায় উপস্থিত ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক বিমলকুমার বসুমাতা বলেন, ১২ জানুয়ারি স্বামীজি বিবেকানন্দের জন্মদিবসে স্কুলের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে। তাঁর আগে প্রথম প্রস্তুতি সভা করা হল। পরবর্তীতে আবার সভা করে বিভিন্ন কমিটি তৈরি করা হবে। আমাদের লক্ষ্য সুষ্ঠুভাবে ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান করা। সূচনা অনুষ্ঠানের দিন ৭৫ জন ছাত্রকে স্বামী বিবেকানন্দ সাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। এছাড়াও সন্ধ্যায় ৭৫টি ফানুস উড়ানো হবে। পরবর্তীতে বছরভর নানা কর্মসূচি থাকবে। স্কুলের পরিচালন কমিটির সভাপতি মুকুল তরফদার বলেন, ৭৫ বছর ধরে এই স্কুল গ্রামীণ এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। স্কুলের আবদান সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।