রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে আট দফা অভিযোগ যৌথ মঞ্চের
বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিল নিয়ে আট দফা অভিযোগ করল বাংলার বেশ কিছু চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স। যৌথ মঞ্চের চিকিৎসক নেতারা শনিবার এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, তাঁদের লাগাতার চাপে রাজ্য সরকার এবং স্বাস্থ্যদপ্তর সরাসরি সরকারি নথির মাধ্যমে স্বীকার করতে বাধ্য হয়েছে যে, কাউন্সিলের বর্তমান রেজিস্ট্রারের নিয়োগ ২০১৯ সাল থেকে আইন বহির্ভূত ও অবৈধ। ফলে সেই রেজিস্ট্রারের তত্ত্বাবধানেই হওয়া মেডিক্যাল কাউন্সিল নির্বাচন কী করে বৈধ হতে পারে?
শুধু তাই নয়, ওই ব্যক্তির স্বাক্ষরিত রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলির আইনি বৈধতা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন যৌথ মঞ্চের নেতা ডাঃ পুণ্যব্রত গুণ, ডাঃ উৎপল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তাঁদের অভিযোগ, অভয়ার ক্রাইম সিনে ঘোরাঘুরি করা বহু প্রভাবশালী চিকিৎসককে ফের স্বমহিমায় প্রতিষ্ঠিত করবার চেষ্টাও হচ্ছে।