• উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে প্রস্তাব আকারে জমা পড়ল পরিবর্তিত সিলেবাসের খসড়া
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তনের জন্য খসড়া প্রস্তাব জমা পড়ল সংসদে। শুক্রবার সিলেবাস রিভিউ কমিটির বৈঠক ডাকা হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। সেখানে পুরনোদের সঙ্গে কমিটির নবনিযুক্ত সদস্যরাও ছিলেন। বিভিন্ন সংবাদপত্র, সোশাল মিডিয়ায় ওঠা সিলেবাস সম্পর্কিত সমালোচনাগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে। এবার কমিটির প্রস্তাব খতিয়ে দেখবেন সংসদের সভাপতি এবং সচিব। এর পর সেটি অনুমোদনের জন্য গ্রাহ্য হবে। ভাষাপত্র এবং কলা বিভাগের বিষয়গুলিতে ঠিক কী কী পরিবর্তন আসছে, তা নিয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি। প্রসঙ্গত প্রায় ১০ বছর পর পরিবর্তন করা হয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। তার ভিত্তিতে একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষাও হয়েছে। তবে তার মধ্যেই সিলেবাসে বিভিন্ন অধ্যায় রাখার যৌক্তিকতা, সিলেবাসের বিস্তৃতি এবং বিস্তর ভুলভ্রান্তি শিক্ষক সমাজের সমালোচনার মুখে পড়েছে। তার জেরেই ফের সিলেবাস পরিবর্তনের সিদ্ধান্ত সংসদের। 
  • Link to this news (বর্তমান)