কারচুপির অভিযোগ উড়িয়েও মঙ্গলবার কংগ্রেসকে বৈঠকে ডাকল নির্বাচন কমিশন
বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটযন্ত্রে কোনও গরমিল করা হয়নি। গণনাও হয়েছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে। মহারাষ্ট্র ভোটে ইভিএম নিয়ে ওঠা সন্দেহ নিয়ে নির্বাচন কমিশন একথা জানিয়েছে। একইসঙ্গে কংগ্রেসকে আহ্বান জানানো হয়েছে বৈঠকের জন্য। আগামী ৩ ডিসেম্বর রাহুল গান্ধীর দলের সঙ্গে কথা বলবে কমিশন। যদিও ভোটে কারচুপির সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। তারা স্পষ্ট জানিয়েছে, নির্বাচনের আগে ভোটার তালিকা তৈরি নিয়েও সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। সব রাজনৈতিক দলই যুক্ত ছিল সেই প্রক্রিয়ার সঙ্গে। এর পরেও প্রশ্ন ওঠায় কমিশন বলেছে, ‘আলোচনার মাধ্যমে আপনাদের সংশয় ও সন্দেহ দূর করার চেষ্টা করব আমরা।’
মহারাষ্ট্রের ভোটে বিকেল ৫টা পর্যন্ত যত ভোট পড়েছিল, রাতে এবং পরদিন সেই হার এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। এই নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। জাতীয় স্তরে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। আর শনিবার শারদ পাওয়ার বলেছেন, ‘মানুষের থেকে আমরা যে প্রতিক্রিয়া পাচ্ছি, তা যথেষ্ট উদ্বেগজনক। কারণ কমবেশি সকলের কাছে অবিশ্বাস্য লাগছে এই ফলাফল। ভোটে হার-জিত আছে। কিন্তু কোনও একটি পক্ষের জয় নিয়ে এতটা অবিশ্বাস তৈরি হয় না।’ যদিও ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের সাফাই, বিকেল ৫ টার পর প্রিসাইডিং অফিসারদের নানা কাজ থাকে। সেসব সামলে ভোটার স্লিপ দেখে আবার যখন হিসেব করা, তখন ভোটদানের হার বেড়ে যায়। এটাই স্বাভাবিক।’