সংবাদদাতা, নকশালবাড়ি: ধৃত ফরেস্ট ভলেন্টিয়ার ফ্রান্সিস এক্কার কাছে কোনও তেজস্ক্রিয় পদার্থ ও ডিআরডিও নথি ছিল না। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন দার্জিলিংয়ের পুলিস সুপার প্রবীণ প্রকাশ। শনিবার মিরিক থানার অন্তর্গত পানিঘাটা ফাঁড়িতে এনিয়ে সাংবাদিক বৈঠক হয়। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পানিঘাটা সংলগ্ন বেলগাছি চা বাগানের গিরমিট লাইন এলাকার শ্রমিক আবাসে সেনা, এনডিআরএফকে সঙ্গে নিয়ে পুলিস অভিযান চালায়। তাতে সন্দেহজনক তেজস্ক্রিয় পদার্থ সহ ডিআরডিও নথি উদ্ধার হয়। এই ঘটনায় ফ্রান্সিস এক্কা নামে এক ফরেস্ট ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিস। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনও কিছু বলা যাচ্ছিল না। ইতিমধ্যে ধৃতকে পাঁচ দিনের পুলিস হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জালিয়াতির বিষয়টি জানা যায় বলে জানিয়েছেন পুলিস সুপার প্রবীণ প্রকাশ। তিনি বলেন, ধৃত এর আগেও ২০১৮ সালে নকল অ্যান্টি রেডিয়েশন জ্যাকেট সহ গ্রেপ্তার হয়েছিল।