অপরাজিতা বিল নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াল তৃণমূল মহিলা কংগ্রেস
বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত সেপ্টেম্বর মাসে রাজ্য বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ বিরোধী অপরাজিত বিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আনা এই অপরাজিতা বিলে ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বিধান এবং দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যুগান্তকারী এই বিল বিধানসভায় পাশ হওয়ার পর তা গিয়েছে রাজভবনে। সেখান থেকে গিয়েছে রাষ্ট্রপতি ভবনে। অবিলম্বে এই বিল যাতে আইনে পরিণত হয়, কেন্দ্রের কাছে এই দাবি রেখেছে তৃণমূল। এই ইস্যুতে শনিবার রাজ্যজুড়ে পথে নামে তৃণমূল মহিলা কংগ্রেস। অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি জানানো হয়। কলকাতা সহ রাজ্যের প্রতিটি প্রান্তে মিছিল করে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অপরাজিতা বিলকে আইনে পরিণত করার জন্য কেন্দ্রকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, মহিলা এবং নারী সুরক্ষার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঐতিহাসিক বিল বিধানসভায় পাশ করিয়েছে। এই বিল আইনে পরিণত হলে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি রোধ করা অনেকটাই সম্ভব হবে। এই বিল আগামী দিনে গোটা দেশে মডেল হতে পারে। তাই এই বিলটি যাতে অবিলম্বে আইনে পরিণত হয়, সে ব্যাপারে উদ্যোগ নিক কেন্দ্রীয় সরকার।