নাবালিকাকে যৌন হেনস্তা, ১৪ দিনের জেল হেফাজত বিকাশের
বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক নাবালিকাকে যৌন হেনস্তার মামলায় ধৃত বিকাশ মিশ্রের জামিনের আর্জি নাকচ করল আদালত। শনিবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় ধৃতের জামিন খারিজ করে তাঁকে ১৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন পুলিস হেফাজত থেকে বিকাশকে কড়া প্রহরায় আলিপুর পকসো আদালতে হাজির করা হয়। সেখানে সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ ধৃতের জামিনের জোরালো আপত্তি তোলেন। তিনি তাঁর সওয়ালে বলেন, অভিযুক্ত জামিন পেলে মামলাকে প্রভাবিত করার চেষ্টা চালাতে পারে। তাতে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই অবস্থায় ধৃতের জামিন বাতিল করা হোক। অন্যদিকে, ধৃতের আইনজীবী এদিন আদালতে বলেন, এই মামলায় নতুন কোনও অগ্রগতি নেই। তাই যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক। আর তা ছাড়া জামিন পেলে তদন্ত চালাতে অসুবিধা কোথায়? তবে এর আপত্তি তোলেন সরকারি কৌঁসুলি। এরপরই বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃতের জামিনের আর্জি নাকচ করে দেন। এদিকে নির্যাতিতা কিশোরীর গোপন জবানবন্দির আর্জি ইতিমধ্যেই মঞ্জুর করেছে আদালত। আগামী সপ্তাহে আলিপুরের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। প্রসঙ্গত ধৃত বিকাশ মিশ্র কয়লা পাচার‑কাণ্ডের অন্যতম অভিযুক্ত। সম্প্রতি যৌন নির্যাতনের মামলায় তাঁকে কলকাতা পুলিসের কালীঘাট থানা গ্রেপ্তার করে।