নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত এক বছরে কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো লাইনে তিন ডজনেরও বেশি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এর ফলে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেঠে বারবার। এই ঘটনা রুখতে কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে বসেছিল স্টিলের রেলিং। তবে যাত্রীদের অভিযোগ, এর ফলে ট্রেনে ওঠা নামার সময় চরম সমস্যা হচ্ছে। অফিস টাইমের ব্যস্ত সময় রেলিংয়ে ধাক্কা খাচ্ছে বহু যাত্রী। বিশেষত প্রবীণ নাগরিকরা চরম বিড়ম্বনায় পড়ছেন। সামাজিক মাধ্যমে এই রেলিংয়ের ছবি পোস্ট করে কলকাতা মেট্রোকে নিয়ে হাসাহাসি শুরু হয়েছে। মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। জানা গিয়েছে, রেলিং নিয়ে বিতর্ক শুরু হওয়ায় বিড়ম্বনায় পড়তে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। ফলে এবার আর একটি পরিকল্পনা সামনে এনেছে মেট্রো ভবন। নর্থ-সাউথ মেট্রো রুটে আত্মহত্যা ঠেকাতে পোস্টার-ব্যানার দেওয়া হবে। ছেয়ে ফেলা হবে স্টেশন ও প্ল্যাটফর্ম। সেই লিখিত বার্তায় জীবন কতটা মূল্যবান, তার ব্যাখ্যা দেওয়া থাকবে। আত্মহত্যা না করার উপদেশমূলক লেখা প্রচার হবে মেট্রো চত্বরে। যদিও কয়েকজন রেল কর্তারই বক্তব্য, যে ব্যক্তি আত্মহত্যা করার জন্য মানসিকভাবে প্রতিজ্ঞা করেই ফেলেছেন, প্ল্যাটফর্মে ট্রেন আসার জন্য অপেক্ষা করছেন, সেইসব মানুষ ব্যানার-পোস্টার দেখে নিজের মত বদলাবেন না। ফলে পোস্টার-ব্যানার দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রেও রেলিং বসানোর মতো সাধারণ মানুষের করের টাকা জলে যাবে।