সংবাদদাতা, বসিরহাট: দুই মহিলা সহ ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করলেন বিএসএফ জওয়ানরা। স্বরূপনগর ব্লকের সীমান্তের বিভিন্ন এলাকা অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে দাবি। রোজ এইসব এলাকা দিয়ে বাংলাদেশিরা মোটা টাকার বিনিময়ে দালালের হাত ধরে ভারতে প্রবেশ করেন। শুক্রবার রাতেও ভারতে ঢোকার সময়ে দুই মহিলা সহ ১২ জন অনুপ্রবেশকারীকে আটক করেন বিএসএফ জওয়ানরা। জিজ্ঞাসাবাদের সময়ে ওই বাংলাদেশিরা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁদের স্বরূপনগর থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিস তাঁদের গ্রেপ্তার করে। কীভাবে এতো বাংলাদেশি একসঙ্গে ভারতে প্রবেশ করলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।