• জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের শুনানি শুরু
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুনীর্তি মামলায় ধৃত জেল হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের (বালু) জামিনের আবেদনের শুনানি শুরু হল শনিবার বিশেষ আদালতে। এদিন তাঁর আইনজীবীরা এনিয়ে একপ্রস্থ শুনানি করেন। সেখানে উচ্চ আদালতের বিভিন্ন রায়ের নথি পেশ করা হয়। তবে এদিন শুনানি অসমাপ্ত থাকে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের শুনানি হবে। এদিকে, নিয়োগ দুনীর্তি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে শ্যোন অ্যরেস্ট করতে চেয়ে সিবিআই সম্প্রতি  আদালতে আবেদন জানিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বিচারক তাঁকে জেল থেকে হাজির করার নির্দেশ দেন। অসুস্থ থাকায় তাঁকে হাজির করানো যায়নি। শনিবার আদালত নির্দেশ দেয়, ৫ ডিসেম্বর তাঁকে কোর্টে হাজির করানোর জন্য।
  • Link to this news (বর্তমান)