• মহিলাকে কটূক্তি, লেকটাউনে ধৃত ১
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাকে কটূক্তি করার অভিযোগে শনিবার সন্ধ্যায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লেকটাউন থানার পুলিস। ধৃতের নাম বাসুদেব পোদ্দার। তাঁর বাড়ি দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডেরই তিনি তৃণমূলের সভাপতি বলে সূত্রের খবর। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দমদম পার্ক এলাকার এক মহিলাকে মত্ত অবস্থায় বাসুদেব কটূক্তি করে বলে অভিযোগ। এরপর তাঁর নামে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। তদন্তে নেমে শনিবার সন্ধ্যায় অভিযুক্ত বাসুদেবকে গ্রেপ্তার করে পুলিস।
  • Link to this news (বর্তমান)