নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়বাজার থানা এলাকার পণ্ডিত পুরুষোত্তম রায় রোডের একটি পরিত্যক্ত দোকানে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণের সময় টিনের শেড খুলে পড়ে এক দমকলকর্মীর মাথায়। এই ঘটনায় গুরুতর জখম সঞ্জয় সিং (৩২) নামে ওই কর্মী। তিনি মুরারীপুকুর রোডের বাসিন্দা। তাঁকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সঞ্জয়বাবুর হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা নাগাদ দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়। অগ্নিকাণ্ডের জেরে বাড়ির একাধিক অংশ ভাঙতে শুরু করে। দোতলার টিনের শেড ভেঙে পড়ে। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিস।