নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তরুণী। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে কলকাতার জোড়াসাঁকো থানার মিত্র লেন এলাকায়। মৃতার নাম ফিরোজা খাতুন (১৮)। এদিন রাতে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয় তাঁর। এর জেরেই বহুতল থেকে ঝাঁপ দেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে আসে পুলিস। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিস।