নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের নতুন অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ডিটেক্টিভ ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্স) বা এসি ডিডি (আই) হলেন বীরেশ্বর চট্টোপাধ্যায়। শনিবার পুলিস কমিশনার মনোজ ভার্মা তাঁকে এই দায়িত্ব দিয়েছেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার (হোমিসাইড) পদ থেকে এই পদে এলেন বীরেশ্বরবাবু। অতীতে হোমিসাইড শাখার ওসি হিসেবেও কাজ করেছেন তিনি। বর্তমান এসি ডিডি (আই) অবসর নেওয়ায় পদটি ফাঁকা হয়েছিল। ডিএসপি পদমর্যাদার এই পদটি কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত, হোমিসাইড, অ্যান্টি বার্গলারি স্কোয়াড, ডাকাতি দমন শাখার কাজকর্ম দেখভাল করেন এসি ডিডি(আই)।