• গাড়িতে ‘কে পি’র বদলে লিখতে হবে ‘কলকাতা পুলিস’, জারি নির্দেশিকা
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাহিনীর নিজস্ব এবং ভাড়া করা সমস্ত ধরণের গাড়িতে এখন থেকে ‘কলকাতা পুলিস’ এই পুরো কথাটি লিখতে হবে। কোনও অবস্থাতেই  ‘কে পি’ এই সংক্ষিপ্ত কথাটি আর লেখা যাবে না।  লালবাজারের পক্ষ থেকে জারি করা এক লিখিত নির্দেশিকায় কলকাতা পুলিসের ওসি থেকে শুরু করে অতিরিক্ত পুলিস কমিশনার, সবাইকে এ কথা জানানো হয়েছে। 


    লালবাজারের এক সূত্র জানিয়েছে, ‘কে পি’ স্টিকার লাগানো গাড়ি নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল লালবাজারের কর্তাদের কাছে। গাড়িতে থাকা ‘কে পি’ স্টিকারকে ঢাল করে ট্রাফিক আইন ভাঙা থেকে শুরু করে নানা রকম অনৈতিক কাজকর্মের অভিযোগ উঠছিল। তাতেই রাশ টানতে চান কলকাতা পুলিসের কর্তারা। তাই আর ‘কে পি’ নয় সরাসরি কলকাতা পুলিস লিখতে হবে। অতীত অভিজ্ঞতা থেকে কলকাতা পুলিসের এক সূত্র জানিয়েছে, এমন দেখা গিয়েছে চার-পাঁচ বছর আগে কোনও এক সময় গাড়ি ভাড়ায় নিয়েছিল লালবাজার। সেই বরাত বাতিল হয়ে গেলেও গাড়িতে থাকা ‘কে পি’ স্টিকারটি রয়ে গিয়েছে। এর সুযোগ নিচ্ছে এক শ্রেণির  মানুষ।  গাড়িতে ‘কে পি’ স্টিকার থাকায় বিভ্রান্ত হচ্ছেন কর্তব্যরত পুলিসকর্মীরা। এবার এই প্রবণতা বন্ধ করতে চাইছে লালবাজার। 


    এই নির্দেশিকাতে কাজ না হলে আগামী দিনে নাকা চেকিংয়ের মতো সারপ্রাইজ অভিযানেও নামতে পারে কলকাতা পুলিস। কেননা সাম্প্রতিক অতীতে কলকাতার ওয়াটগঞ্জ, একবালপুরের মতো বন্দর এলাকায় পুলিস স্টিকার লাগানো গাড়ি নিয়ে সিবিআই অফিসার পরিচয় দিয়ে কয়েকটি কেপমারির ঘটনা ঘটেছে। এই ধরনের অপরাধ ঠেকাতে সরাসরি কলকাতা পুলিস লেখা বাধ্যতামূলক করতে চাইছেন কলকাতা পুলিসের শীর্ষকর্তারা। তবে লালবাজারের কর্তারা সরাসরি প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
  • Link to this news (বর্তমান)