বাসুদেব চট্টোপাধ্যায়: ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ ঝাড়খণ্ড-বাংলা সীমানায়। আসানসোলের কুলটিতে জাতীয় সড়কের উপর ও রূপনারায়নপুর, রুনাকুড়াঘাটের বাংলা-ঝাড়খণ্ড সীমানার চেকপোস্টে আলুবোঝাই লরি আটকাচ্ছে পুলিস। লরিগুলিকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার রাতে ডুবুরডিহি চেকপোস্টে দুটি আলুর গাড়ি ঘুরিয়ে দিয়েছে পুলিস। রবিবার সকালে গিয়ে দেখা গেল রীতিমতো ক্যাম্প করে আলুর গাড়ি আটকাছে পুলিস।
গতকালই জানা গিয়েছিল, আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। অভিযোগ ছিল, ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই রাজ্যের সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলুবোঝাই গাড়ি। এই নিয়ে গত বৃহস্পতিবার এবং শনিবার তারকেশ্বরের পটেটো ব্যবসায়ী সমিতি ভবনে দুদফায় বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। বৈঠক শেষে আগামী মঙ্গলবার থেকে হিমঘর থেকে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পরই গত ২৩ নভেম্বর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয়, ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ, রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে কোনো নির্দেশিকা ছাড়াই! এছাড়াও বেআইনি ভাবে জরিমানা করা হচ্ছে বলেও অভিযোগ।
চলতি সপ্তাহে এ নিয়ে দুবার বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার বৈঠকশেষে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত, আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত হিমঘর থেকে সারা রাজ্যে বন্ধ থাকবে আলু সরবরাহ। খুব স্বাভাবিক ভাবেই এর ফলে আলুর জোগান কমবে, আবারও নতুন করে রাজ্যে বিভিন্ন বাজারে আলুর দাম বাড়ার সম্ভাবনা।