• ফেনজ়লের প্রভাবে বৃষ্টি দক্ষিণের জেলায়, শীতের আমেজে ভাটা, আবার কবে কমবে তাপমাত্রা?
    আনন্দবাজার | ০১ ডিসেম্বর ২০২৪
  • পুদুচেরীর কাছে ঘূর্ণিঝড় ফেনজ়লের ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়েছে। তার প্রভাব পশ্চিমবঙ্গে সরাসরি পড়বে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফেনজ়লের পরোক্ষ প্রভাবে রাজ্যের উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা থাকতে পারে আকাশ। রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের কারণে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আবার কমতে পারে। নতুন ইনিংস শুরু করতে পারে শীত।

    ফেনজ়লের প্রভাবে শনিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশির ভাগ অংশে বৃষ্টি হয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টি হয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার দু’-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়, বিক্ষিপ্ত বৃষ্টির কারণে শীতের আমেজে কিছুটা বাধা পেতে পারে রাজ্যে। বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি বেশি ছিল। তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে পশ্চিমের জেলাগুলিতে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার হেরফের হতে পারে দু’-এক ডিগ্রি, তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবার পারদপতন হতে পারে। নতুন স্পেল শুরু করতে পারে শীত।

    শীত কমলেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস।

  • Link to this news (আনন্দবাজার)