শুধু প্রধানমন্ত্রী আবাস বা একশো দিনের কাজের প্রকল্পই নয়, কেন্দ্রের বরাদ্দ আটকে থাকার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাতেও। বাকি প্রকল্পগুলির মতো এই প্রকল্পটি নিয়েও কেন্দ্রের সঙ্গে রাজ্যের আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। সূত্রের দাবি, সম্প্রতি ওই খাতে বকেয়া বরাদ্দের একটা বড় অংশ ছাড়ার ইঙ্গিত মিলেছে কেন্দ্রের তরফে। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, ২০২২ সালে প্রায় ৩৪৩ কোটি টাকা রাজ্যকে গ্রামীণ সড়ক প্রকল্পে দিয়েছিল কেন্দ্র। তার পর থেকে এ পর্যন্ত ওই খাতে আর বরাদ্দ আসেনি। কেন্দ্র বরাদ্দ শেষ পর্যন্ত ছাড়লে বেশ কয়েক হাজার কোটি টাকা ওই খাতে পাবে রাজ্য।
যদিও পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার বলেন, “প্রায় ছ’হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করার পরেও গত দু’বছর ধরে টাকা আটকে রয়েছে। দিন তিনেক আগে আধিকারিক স্তরে এ নিয়ে রাজ্যের সঙ্গে কথা হয়েছে কেন্দ্রের। টাকা ছাড়া হচ্ছে কি না, তা এখনই বলা সম্ভব নয়। সোমবার নথি দেখলে বোঝা যাবে। না আঁচালে বিশ্বাস নেই।”