• আগরতলা-কলকাতা বাসে হামলা বাংলাদেশে, যাত্রীদের প্রাণনাশের হুমকি
    আজ তক | ০১ ডিসেম্বর ২০২৪
  • বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় যাত্রীদের বাসে হামলা। ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে হামলার ঘটনা ঘটে। ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা সরকার।

    শনিবার ওই বাসটি বিশ্বরোডের এক পাস ধরেই যাচ্ছিল। হঠাৎ বাসটিকে দুর্ঘটনার কবলে ফেলার জন্য ইচ্ছা করেই ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক। একই সময়ে রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে। তাঁদের সামনেই ভারত বিরোধী নানা স্লোগান দেয় এবং কটু মন্তব্য করে যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা ভারতীয় যাত্রীরা।

    এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারতীয় যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজ তক)