• কেতুগ্রামে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার ৯টি হনুমানের দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কেতুগ্রাম: পূর্ব বর্ধমানের কেতুগ্রামে হনুমান মৃত্যুর ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য। গত ২৪ ঘণ্টায় ৯টি হনুমানের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কেতুগ্রামের শাঁখাই গ্রামে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত এই গ্রাম থেকে উদ্ধার হয়েছে ৯টি হনুমানের দেহ। মা হনুমানের মৃতদেহের পাশে বসে কাঁদছে বাচ্চা হনুমান- হৃদয় বিদারক ঘটনায় মন ভারাক্রান্ত গ্রামবাসীদের।


    স্থানীয় সূত্রে খবর, শনিবারের পর রবিবারও দেখা যায়, ঝোপ জঙ্গলে একাধিক হনুমানের অস্বাভাবিক মৃতদেহ পড়ে রয়েছে। কোনও ঝোপে পড়ে রয়েছে মা হনুমানের দেহ, আর তার পাশে বসে কাঁদছে বাচ্চা হনুমান। আবার কোথাও শিয়াল কুকুরে ছিঁড়ে খাচ্ছে মৃত হনুমানের লেজ। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো মন খারাপ করে তুলছে স্থানীয়দের।


    জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার বিকেলে ৩টি হনুমানের মৃতদেহ উদ্ধার করেছিল কাটোয়া বনদপ্তর। এরপর আজ, রবিবার সকালে আরও ৫টি মৃত হনুমানের দেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা, পরে ঝোপের মধ্যে আরও একটি মৃতদেহ আবিষ্কার করে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টাতেই কেতুগ্রামে মোট ৯ টি হনুমানের অস্বাভাবিক মৃতদেহ  পাওয়া গিয়েছে।


    এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন হঠাৎ করে এত হনুমানের মৃত্যু হচ্ছে? আপাতত, এর কোনও সদুত্তর নেই বনদপ্তরের কাছেও। ময়নাতদন্ত না করে বনদপ্তর এ বিষয়ে মুখ খুলতে নারাজ।
  • Link to this news (বর্তমান)