• ছিনতাইয়ের গল্প ফেঁদে চানাচুর কারখানার টাকা লোপাট! কাটোয়ায় ধৃত ভ্যান চালক
    আনন্দবাজার | ০১ ডিসেম্বর ২০২৪
  • ছিনতাইয়ের গল্প ফেঁদে চানাচুর কারখানা মালিকের ১ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানের কাটোয়ার এক মোটরভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম গৌতম রায়। কাটোয়ার সুড্ডা গ্রামে তাঁর বাড়ি থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

    কাটোয়া শহরের পাবনা কলোনির বাসিন্দা সঞ্জয় ভাস্করের চানাচুরের কারখানা রয়েছে। প্রায় ৯ বছর ধরে কারখানা থেকে চানাচুর নিয়ে কাটোয়া, মঙ্গলকোট, ভাতার এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করতেন গৌতম। মাল দেওয়ার পরে সেই টাকা সংগ্রহ করে মালিকের কাছে তুলে দিতেন। গত শুক্রবার বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করা ১ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে ফিরছিলেন গৌতম। অভিযোগ, পথে লোভ হওয়ায় সেই টাকা আত্মস্যাৎ করেন। তার পরে কারখানার মালিককে ফোন করে জানান, মঙ্গলকোটের শীতলগ্রাম ও যজ্ঞেশ্বরডিহি গ্রামের মাঝামাঝি এলাকায় তিন জন দুষ্কৃতী তাঁর কাছ থেকে ওই টাকা ছিনতাই করে পালিয়েছে। শনিবার ভাস্কর গৌতমকে সঙ্গে নিয়ে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। যে এলাকা থেকে টাকা ছিনতাইয়ের কথা গৌতম জানিয়েছিলেন, সেখানে সিসি ক্যামেরা রয়েছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে। কিন্তু ছিনতাইয়ের ঘটনা ধরা পড়েনি। এর পরে পুলিশ গৌতমকে জেরা শুরু করতে তিনি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। পুলিশ শনিবার তাঁর বাড়ি থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করে। রবিবার ধৃতকে কাটোয়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ২ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

  • Link to this news (আনন্দবাজার)