সংবাদদাতা, সিউড়ি: সিপিএম ৩৪ বছরে বাংলায় খেলাধুলোর মান শেষ করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর খেলার মান উন্নত করেছেন। বীরভূমের পাথরচাপুড়িতে এলাকার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার দাতাবাবা চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। এই টুর্নামেন্টে জেলা তথা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করে। এই দলে নাইজেরিয়ান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় আলিয়া সুফিয়া আসিয়া একাদশ এক গোলে উজ্জ্বল একাদশকে পরাজিত করে।
এদিন ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতারা। অনুব্রত সিপিএম সরকারকে কটাক্ষ করে বলেন, সিপিএম ৩৪ বছরে বাংলায় খেলাধুলোর মান শেষ করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর খেলার মান উন্নত করেছেন। গ্রামবাসীরা এই খেলা ধরে রেখেছেন।