সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর বইমেলা এবার পঁচিশ বছরে পা দিচ্ছে। বইমেলা কমিটির সম্পাদক দেবাশিস চৌধুরী রবিবার এক সাংবাদিক বৈঠকে বলেন, ৩ ডিসেম্বর বইমেলা শুরু হবে। গিরিময়দানের কাছে গীতাঞ্জলী হলে এই বইমেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। তিনি বলেন, ২৫ বছরকে স্মরণীয় করে তুলতে এবার বেশি সংখ্যক মানুষ যাতে বইমেলায় আসে ও বই কেনে তার ওপর জোর দেওয়া হচ্ছে। বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে ও কেনার জন্য উৎসাহ দিতে এবার ক্রেতাদের মতামত দেওয়ার একটি ব্যবস্থা রাখা হয়েছে। যাঁরা মতামত দেবেন তাঁদের পুরস্কৃত করা হবে। বইমেলায় ৫০টিরও বেশি স্টল থাকছে। মেলাকে কেন্দ্র করে প্রবন্ধ, আবৃতি ও সঙ্গীত প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রবন্ধের বিষয় ‘নারী নিজের আকাশ’। এছাড়াও প্রতিদিন স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতা ও মুম্বইয়ের নামী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। থাকছে আলোচনা সভা, কবি সম্মেলন, দাবা ও অঙ্কন প্রতিযোগিতাও।-নিজস্ব চিত্র