আউশগ্রামে প্রথম মহিলা চিকিৎসক হটু বিদ্যালঙ্কারের মূর্তি স্থাপনের দাবি
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, মানকর: বাংলার প্রথম মহিলা চিকিৎসক হিসেবে খ্যাতিলাভ করেছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। তবে তাঁরও আগে ছিলেন আউশগ্রামের মহিলা চিকিৎসক হটু বিদ্যালঙ্কার। আউশগ্রাম-২ ব্লকের কলাইঝুঁটি গ্রামের এই নারী ছিলেন বহু শাস্ত্রে পারদর্শী। তাঁর জ্ঞানের স্বীকৃতি হিসেবে লাভ করেছিলেন ‘বিদ্যালঙ্কার’ উপাধি। ব্লক প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দারা আর্জি জানিয়েছেন গ্রামে রূপমঞ্জরী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই বিদূষী মহিলার পূর্ণবয়াব মূর্তি স্থাপন করা হোক। না হলে বর্তমান প্রজন্মের কাছে বিস্মৃতির অন্তরালে চলে যাবেন হটু বিদ্যালঙ্কার।
১৭৭৫ সালে হটু বিদ্যালঙ্কারের জন্ম হয় কলাইঝুঁটিতে। নাম রাখা হয় রূপমঞ্জরী। বাবা নারায়ণ দাস মেয়ের মেধার পরিচয় পেয়ে বাল্যবিবাহ দেননি। পরিবর্তে সাহিত্য, ন্যায়, চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের সুযোগ করে দিয়েছিলেন। পার্শ্ববর্তী সর গ্রামে আচার্য গোকুলানন্দ তর্কালঙ্কারের কাছে চিকিৎসাশাস্ত্রের অধ্যয়ন করেন রূপমঞ্জুরী। গ্রামের প্রবীন বাসিন্দা প্রাক্তন শিক্ষক সৌরেন্দ্রনাথ কোনার বলেন, বাবার পিণ্ডদান করতে উনি গয়া গিয়েছিলেন। সেখান থেকে কাশী যান। পরে নিজের টোলও খুলেছিলেন। তাঁর কাছে বহু পড়ুয়া আসত। আমার ছোটবেলায় শুনেছিলাম তিনি পুরুষের ন্যায় মস্তক মুণ্ডন করতেন। শিখা ধারণ করতেন। ধুতি, উত্তরীয়, চাদর ব্যবহার করতেন।
গ্রামের বাসিন্দা দেবদত্ত কোনার বলেন, ‘সাহিত্য সাধক চরিতমালায়’ হটু বিদ্যালঙ্কারের কথা লিখেছেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কথিত আছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ঠাকুমা একবার অসুস্থ হয়ে পড়েন। তখন হটু বিদ্যালঙ্কার তাঁর প্রাণরক্ষা করেন। এই ঘটনা ব্রজকিশোর বসুর মনে গভীর প্রভাব ফেলে। তিনি নারী শিক্ষার গুরুত্ব অনুধাবন করেন।