• কাটোয়া স্টেশনে পাঁচ মাস ধরে থমকে অমৃত ভারত প্রকল্পের উন্নয়নমূলক কাজ
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া স্টেশনজুড়ে অমৃত ভারত প্রকল্পে রেলের উন্নয়নমূলক কাজের গতি শ্লথ হয়ে গিয়েছে। প্রায় পাঁচমাস ধরে কাজ কার্যত বন্ধ হয়ে রয়েছে। অথচ লোকসভা ভোটের আগেই তড়িঘড়ি করে দীর্ঘদিনের পুরনো করগেটেড শেড তুলে কংক্রিটের ছাদ করা হয়েছে। কিন্তু তারপর আর কাজ তেমনভাবে এগোয়নি। ভোট ফুরিয়ে যাওয়ার পরেই কাজের গতি শ্লথ হয়ে পড়েছে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। 


    কাটোয়া স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য প্ল্যাটফর্মে কাজের জায়গা ঘিরে রাখা হয়েছে। ফলে যাত্রীদের ঘুরে যাতায়াত করতে হচ্ছে। যেখানে সেখানে খোলা রয়েছে ইলেকট্রিক তার, মিটার বক্স। পাশ দিয়ে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। প্ল্যাটফর্মের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যন্ত্রপাতি, ইটের টুকরো। যাত্রী অমিত মোদক, নিমাই পাল বলেন, স্টেশনে এক বছর আগে কাজ শুরু হয়। অথচ পাঁচ মাস ধরে কাজ বন্ধ। কাজের জন্য প্ল্যাটফর্মে যাতায়াতে অসুবিধা হচ্ছে। অথচ রেলের কোনও ভ্রুক্ষেপ নেই। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, এটা মোদীর ভোটের গিমিক। লোক দেখানো কাজ করেছিল। ভোট মিটে যাওয়ার পর কাজও বন্ধ। যদিও বিজেপি নেতা অশোক রায় বলেন, কাজ যথা সময়েই হবে। 


    রেল সূত্রে জানা গিয়েছে, অমৃত ভারত প্রকল্পের তালিকায় কাটোয়া স্টেশনেরও নাম রয়েছে। বাতানুকুল সুবিধা যুক্ত যাত্রী প্রতিক্ষালয় গড়ে উন্নত পরিষেবা দেওয়ার কথা রয়েছে। প্ল্যাটফর্ম আরও উন্নত করার কথা। এছাড়াও এই প্রকল্পের আওতায় স্টেশনমুখী রাস্তাগুলিকে চওড়া করার কথা। অমৃত ভারত প্রকল্প অনুযায়ী কাটোয়া স্টেশন চত্বরে আগেই গাড়ি রাখার জন্য পার্কিং রয়েছে। এছাড়াও চলমান সিঁড়িও করা হয়েছে। তবে, প্রশ্ন উঠছে কেন কাজ বন্ধ রয়েছে পাঁচ মাস ধরে। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা কাজ পরিদর্শন করার পরেও গতি শ্লথ। স্থানীয় বাসিন্দাদের দাবি, তড়িঘড়ি অমৃত ভারত প্রকল্পে স্টেশনকে সাজিয়ে তোলার কাজ শেষ করা হোক। কাটোয়া স্টেশনের ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য বলেন, অমৃত ভারত প্রকল্পের কাজের গতি শ্লথ হয়ে রয়েছে। তবে আশা করছি নতুন বছরের শুরুতেই আবার কাজ শুরু হবে।  কাটোয়া স্টেশনে বন্ধ রয়েছে অমৃত ভারত প্রকল্পের কাজ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)