রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের উদ্যোগে ৩ ডিসেম্বর হবে প্রতিবন্ধী দিবস উদযাপন
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, হলদিয়া: রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের উদ্যোগে ৩ ডিসেম্বর মঙ্গলবার হলদিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদ্যাপন হচ্ছে। প্রতিবন্ধীদের জন্য বড়মাপের স্বাস্থ্য শিবির, সরকারি মেডিক্যাল বোর্ডের আয়োজন, স্বনির্ভর করার জন্য কর্মশালার পাশাপাশি সহায়ক যন্ত্রও দেওয়া হবে। এজন্য সহযোগিতা করছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্যদপ্তর, হলদিয়া পুরসভা, বিসি রায় হাসপাতাল, প্রতিবন্ধীদের সংগঠন এবং হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থা। হলদিয়া পুর এলাকার প্রায় দেড় হাজার প্রতিবন্ধী মানুষ ওই অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে।
মিশন কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন সকাল ১০টায় দুর্গাচক স্টেডিয়াম থেকে বিশেষ-চাহিদা সম্পন্ন ব্যক্তিদের লোকবাদ্য যন্ত্র সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রার পুরোভাগে থাকবে পুরুলিয়ার ছৌ শিল্পীদের সচেতনতা নাটক। এরপর বেলা ১১টা থেকে ক্ষুদিরাম স্কয়ার সংলগ্ন কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে শুরু হবে প্রতিবন্ধী ও তাদের পরিবারের বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বেচ্ছা রক্তদান শিবির। একইসঙ্গে চলবে প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্তকরণ শিবির। ওই শিবিরেই শংসাপত্র ও পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম চত্বরে শিল্প সংস্থার সহযোগিতায় বসছে স্ব-রোজগার মেলা ও কর্মশালা। প্রতিবন্ধীদের আর্থিক, সামজিক উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে সেখানে পরামর্শ দেবেন বিশেষজ্ঞ অনিরুদ্ধ বসু। ওইদিন দুপুর ২টো নাগাদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজী। ওই অনুষ্ঠানেই আইওসির হলদিয়া রিফাইনারির সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে অন্ধত্ব দূরিকরণ কর্মসূচি ও চোখের চিকিৎসার জন্য পাঁচটি অত্যাধুনিক যন্ত্র হলদিয়াবাসীর জন্য উৎসর্গ করা হবে। প্রতিবন্ধীদের ট্রাই-সাইকেল, হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র ও দৃষ্টিহীনদের মোবিলিটি স্টিক দেওয়ার পাশাপাশি শীতবস্ত্র ও ফলের চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হবে। এই উপলক্ষ্যে রবিবার প্রেসমিটের আয়োজন করে হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম। মিশনের সাধারণ সম্পাদক বিবেকাত্মানন্দ মহারাজজি বলেন, মিশনের উদ্যোগে হলদিয়া পুর এলাকায় বসবাসকারী বিশেষ চাহিদাসম্পন্ন মানুষজনের জন্য একটি অ্যাপ তৈরির চেষ্টা চলছে। তারা যাতে সহজে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ বিষয়ক সুযোগগুলি সহজে পেতে পারে, সেই জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য পুরসভার সহযোগিতার আবেদন করছি। মিশনের সাধারণ সম্পাদক আরও বলেন, এই অ্যাপের মাধ্যমে কয়েকটি সুযোগ প্রতিবন্ধীদের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা আর্থিকভাবে খুবই দুর্বল তাদের সরকারি চাল, গম ছাড়াও আলু, সব্জি, তেল, ডাল, মশলা এবং ওষুধ পৌঁছে দেওয়া হবে। হলদিয়ার বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসাথীর মাধ্যমে প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য একটি টিম তৈরি করা হচ্ছে। হলদিয়া শহর ও গ্রামের সমস্ত প্রতিবন্ধীদের একটি পোর্টালের আওতায় আনা হবে। তাঁদের চিকিৎসার জন্য অ্যাপের মাধ্যমে আবেদন করলেই হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা হবে। পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তমলুক জেলা হাসপাতালের আইসিইউয়ে প্রতিবন্ধীদের জন্য একটি আসন সংরক্ষণের দাবি জানান তিনি। হলদিয়ার মহকুমা শাসক তথা পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় প্রতিবন্ধীদের বিভিন্ন সহায়তা দেওয়া দেওয়া ও অ্যাপ এবং পোর্টাল তৈরির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিভিন্ন শিল্প সংস্থায় কর্মসংস্থানের জন্য প্রতিবন্ধী সংগঠনের তরফে এদিন শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানানো হয়েছে। তাঁরা বলেন, হলদিয়া পুর এলাকায় প্রায় ১২০০জন প্রতিবন্ধী রাজ্য সরকারের মানবিক ভাতা পান। তাদের দাবি, দিব্যাঙ্গদের সরকারি পোর্টালে অনলাইনে নাম নথিভুক্তকরণ করতে হবে।-নিজস্ব চিত্র