৬০ লক্ষ টাকা নিয়ে রেলে ভুয়ো নিয়োগ দেওয়ার অভিযোগ, আসানসোলে ধৃত ১
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রেলে চাকরি দেওয়ার নামে আসানসোলে বড় প্রতারণার চক্রের হদিশ পেল পুলিস। মহারাষ্ট্রের কিছু বাসিন্দার কাছ থেকে টাকা নিয়ে আসানসোলে ভুয়ো পোস্টিং দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ছ’জন যুবকের কাছে থেকে ৬০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিস। এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানার পুলিস বিহারের এক যুবককে গ্রেপ্তার করেছে। রবিবার অভিযুক্তকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে নিয়ে এদিন রাতেই পুলিস হানা দেয় আসানসোল উত্তর থানার সৃষ্টিনগরে। সেখানে দু’টি ফ্ল্যাট থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে পুলিস। যা নিয়ে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। আসানসোল পুলিস কমিশনারেটের ডিসি ধ্রুব দাস বলেন, রেলের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এর বেশিকিছু বলা যাবে না। পুলিস সূত্রে জানা গিয়েছে, আসানসোল স্টেশনে একাধিক যুবককে নকল চাকরিতে যোগ দেওয়ানো হয়েছিল। তাঁরা প্রায় ছ’মাস ধরে স্টেশনে, ডিআরএম অফিসে ‘ডিউটি’ করতে থাকেন। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ছ’য় যুবক পুলিসের দ্বারস্থ হন। অভিযোগের তদন্তে নেমে বিহারের বাসিন্দা হরেন্দ্রকুমার সিংকে গ্রেপ্তার করেছে পুলিস। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছে, বহু যুবককে এভাবে প্রতারিত করা হয়েছে। কোটি কোটি টাকা নেওয়া হয়েছে। এদিন অভিযুক্তকে নিয়ে পুলিস আবাসনে হানা দিতেই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফ্ল্যাটের থেকে রেলের প্রশ্নপত্রর মতো কিছু কাগজ পুলিসকে বাজেয়াপ্ত করতে দেখা যায়। যদিও এনিয়ে পুলিস প্রকাশ্যে কিছু বলেনি। স্থানীয় বাসিন্দা শুভেন্দু পাল বলেন, অভিযুক্তকে এখানে পরিবার নিয়ে থাকতে দেখেছি। ভাড়ায় থাকে কি না তা বলতে পারব না।