সংবাদদাতা, বর্ধমান: টাকা ফেরত চাওয়ায় দুই পাওনাদারকে মারধরের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম সুনীলকুমার পাণ্ডে ওরফে আন্না। রবিবার সকালে বর্ধমান থানার বাদামতলা-কালনা রোডের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পাল্টা, সুনীলের অভিযোগের ভিত্তিতে দুই পাওনাদার করণকুমার যাদব ও অমিত সাউকে পুলিস গ্রেপ্তার করেছে। বর্ধমান শহরের ৫ নম্বর ইছলাবাদের হ্যাচারি রোডে করণের বাড়ি। হটুদেওয়ান পীরতলা এলাকায় অমিতের বাড়ি।
পৃথক দু’টি মামলায় ধৃত তিনজনকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস জানিয়েছে, বেশ কিছুদিন আগে অভিযুক্ত ব্যক্তি তার দুই বন্ধু করণ ও অমিতের থেকে ১৫হাজার টাকা ধার নিয়েছিল। বহুবার তাগাদা দিলেও সে টাকা শোধ করেনি। শনিবার বিকেলে করণ ও অমিত সুনীলের বাড়িতে টাকা চাইতে যায়। সেখানেই মারধরের অভিযোগ ওঠে।